Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক

টি২০ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম তিন ম্যাচেই হার দেখতে হয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকদের। এর মধ্যে সাকিব আল হাসানের ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছে দলের জন্য। খেলতে পারছেন না উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও। তার আগেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন চোট নিয়ে দেশে ফিরেছেন।

বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামছে চোটজর্জর বাংলাদেশ। স্কোয়াডে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ সাকিব আল হাসানের বদলে মাঠে দেখা যেতে পারে শামীম পাটোয়ারীকে। আর উইকেটের পেছনে দাঁড়াতে পারেন লিটন দাস।

সৌম্যকে আজও মাঠে নামানো হতে পারে। তবে রুবেল হোসেনকে হয়তো খেলানো হবে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মুহাম্মদ নাইম, লিটন দাস (উইকেরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, শামীম হোসাইন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন