Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাকিস্তানকে আফগানিস্তানের ১৪৮ রানের চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে ফাইটিং স্কোর গড়েছে আফগানিস্তান। সপ্তম উইকেটে মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব ৪৫ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। তাদের এই জুটিতেই ৬ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় আফগানরা।

ভারত-নিউজিল্যান্ডের বিপক্ষে টানা জয় পাওয়া পাকিস্তানকে জিততে হলে আফগানদের বিপক্ষে ১৪৮ রান করতে হবে। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।

এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানে দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদের উইকেট হারায় আফগানরা। হযরতউল্লাহকে ফেরান ইমাদ ওয়াসিম। আর শেহজাদকে ক্যাচ তুলতে বাধ্য করেন শাহিন আফ্রিদি।

১৩ রানে ২ ওপেনারের উইকেট হারানো আফগানিস্তান এরপর দলীয় ৩৩ ও ৩৯ রানে হারায় আসগর আফগান ও রহমতউল্লাহ গুরবাজকে। দলীয় ৬৪ ও ৭৬ রানে ফেরেন করিম জানাত ও নজিবুল্লাহ জাদরান। এরপর দলের হাল ধরেন গুলবাদিন নাঈব ও অধিনায়ক মোহাম্মদ নবী।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন