Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে যা বলল উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ১৪২ রানের মামুলি স্কোর গড়ে পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ৩ রানের রুদ্ধশ্বাস জয় পায় ক্যারিবীয়রা।

শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান বলেন, আসলে এই জয়ে অভিজ্ঞতাও একটা ব্যাপার আছে। আমাদের অভিজ্ঞ বোলারদের ওপর বিশ্বাস ছিল। তারা সত্যিই দারুণ বোলিং করেছে।

তিনি আরও বলেন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচে পরাজয়ের কারণে আমরা খুবই চাপের মধ্যে ছিলাম। আজ আমাদের জয়টা খুবই প্রয়োজন ছিল। তাছাড়া অধিনায়ক কায়রন পোলার্ডের শারীরিক অবস্থা ভালো নেই। মেডিকেল টিম এখনও তার সঙ্গে কাজ করছে। অথচ দলের কথা চিন্তা করেই পোলার্ড শেষ বলে ছক্কা মারতে ফিরে এসেছে। আমরাও এমন হওয়ার চেষ্টা করব।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন