Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাত উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়ার বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্য খুব একটা বড় নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার সামনে ১৫৫ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। এই রান তাড়া করতে নেমে সহজেই জয় পায় অসিরা। অস্ট্রেলিয়া জিতেছে সাত উইকেটের বড় ব্যবধানে।

আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতে ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ১৫৪ রান গড়ে। জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে অসিরা। শ্রীলঙ্কার বোলিং আক্রমণ খুব এটা চাপে ফেলতে পারেনি অসি ব্যাটারদের।

অস্ট্রেলিয়ার জয়ে সর্বোচ্চ সংগ্রহ ডেভিড ওয়ার্নারের, তিনি করেন ৬৫ রান। আর অধিনায়ন অ্যারন ফিঞ্চ ৩৭ ও স্মিথ ২৮ রান করেন।

এর আগে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ সংগ্রহ গড়েন কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কা। দুজনেই ৩৫ রান করে নেন। আর ভানুকা রাজাপাকসে ২৬ বলে ৩৩ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন প্যাট কামিনস, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন