Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ম্যাচ হারলেও প্রাপ্তি দেখছে মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরু করেছে বাংলাদেশ। এই পরাজয়ের পরও দলের ব্যাটিং ইউনিট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাট হাতে প্রথম রাউন্ডে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারছিল না বাংলাদেশ। পাপুয়া নিউগিনির মত ছোট দলের বিপক্ষে ব্যাটাররা জ্বলে উঠলেও স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে ব্যাটিং ছিল প্রশ্নবিদ্ধ। ব্যাটিংয়ের সেই দৈন্য দশা ছিল না লঙ্কানদের বিপক্ষে।

মুশফিকুর রহিম ও নাঈম শেখের জোড়া অর্ধশতকে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো করেছিল ১৭১ রান। তাতে ম্যাচ জিততে না পারলেও রিয়াদ মনে করছেন, এই ম্যাচ প্রেরণা ও সাহস দিবে ব্যাটিং ইউনিটকে।

তিনি বলেন, ‘স্পিনাররা ভালো বল করেছে। আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। তবে টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। এই ম্যাচ আমাদের ব্যাটিং ইউনিটকে প্রেরণা যোগাবে। পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

রিয়াদ অবশ্য মেনে নিচ্ছেন, বাংলাদেশের দাঁড় করানো স্কোর জয়ের মতই ছিল। এই ম্যাচের ভুলত্রুটি পরের ম্যাচে শুধরানোর আশা ব্যক্ত করে রিয়াদ বলেন, ‘আমি মনে করি ১৭১ রান জয়ের জন্য যথেষ্ট ছিল। লিটন দাস ও নাঈম শেখ ভালো শুরু এনে দিয়েছিল। মুশফিকুর রহিম দুর্দান্ত ইনিংস খেলেছে। ১০ম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। এরপর সবকিছু বদলে যায়। পরের ম্যাচে এই ভুলগুলো শুধরাতে হবে।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন