Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। হেরে গিয়েছিল স্কটল্যান্ডের কাছে। পরের দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে অবশ্য সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করেছে তারা।

এই পর্বে আজ (রোববার) প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের শারজাতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে দুই দল। এর আগে জেনে নেওয়া যাক পরিসংখ্যানে কেমন ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের টি-টোয়েন্টি লড়াই।

এখন অবধি লঙ্কানদের বিপক্ষে মোট ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৭ হারের বিপরীতে টাইগাররা জয় পেয়েছে কেবল ৪ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল একবারই। ওই ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ ম্যাচে ৩৭.২৮ গড় ও ১৪৬.৬২ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন তিনি। নয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৯ রান করেছেন মুশফিকুর রহিম। তৃতীয় সর্বোচ্চ ১৬১ রান করা তামিম ইকবাল অবশ্য নেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

বোলিংয়ে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল মুস্তাফিজুর রহমান। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। সমান ম্যাচ খেলে এক উইকেট কম নিয়ে দুইয়ে আছেন সাকিব। ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়ে তিনে আছেন মাশরাফি বিন মুর্তজা। ৭ ম্যাচে ৮টি ক্যাচ ধরে সবচেয়ে সফল ফিল্ডার সৌম্য সরকার।

খুলনা গেজেট/টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন