Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

টাইগারদের হারিয়ে ইতিহাস গড়তে চায় পাপুয়া নিউগিনি

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে আসা পাপুয়া নিউগিনি বাংলাদেশকে হারের স্বাদ দিয়ে ইতিহাস গড়তে চায়। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এমন হুঙ্কারই দিয়ে রেখেছেন দলটির ক্রিকেটার চার্লস আমিনি।

বাংলাদেশের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকা দলটি স্কটল্যান্ডকে দেখে পাচ্ছে বাংলাদেশকে হারানোর সাহস। পাপুয়া নিউগিনির মতই সহযোগী দেশ স্কটল্যান্ড, যারা বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। পাপুয়া নিউগিনিও একইভাবে অঘটন ঘটাতে চায়, বাংলাদেশকে হারিয়ে।

যদিও বাংলাদেশ শক্তিশালী দল, তা মেনে নিতে কোনো দ্বিধা নেই আমিনির। তিনি বলেন, ‘বাংলাদেশ এই আসরে খুব ভালো অবস্থানে থেকেই এসেছে। ওরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়েছে। যদিও তারা এখানে স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে। তবুও বাংলাদেশ শক্তিশালী দল। আমরা তাদের সঙ্গে খেলতে পেরে সত্যি খুশি।’

বিশ্বকাপে অংশগ্রহণই পাপুয়া নিউগিনির কাছে আনন্দের বড় উপলক্ষ্য। তবে যাওয়ার আগে একটি জয় পেতে মুখিয়ে আছে তারা। তাই সুপার টুয়েলভের কথা না ভেবে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেওয়াতেই মনোযোগ দলটির।

সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ এখন আছে পাপুয়া নিউগিনির।
আমিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে খেলতে পেরে সত্যি গর্বিত। আমরা নিজেদের চেষ্টার জন্যও গর্বিত। আমরা হয়ত প্রথম দুই ম্যাচ হেরেছি কিন্তু এখনও আমাদের হাতে একটি সুযোগ আছে। স্কটল্যান্ড যদি অঘটন ঘটাতে পারে আমরাও বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটাতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান কাজ হবে ম্যাচটা জেতা। কারণ জিতলে আমাদের জন্য ইতিহাস তৈরি হবে। জয়ের চেষ্টা করাটাই আমাদের হাতে। এর বাইরে কোন কিছু তো আমাদের হাতে নেই। তাই আমরা আগামীকালের সুযোগটাতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চাই।’

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন