মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ল্যাথামের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক

ওয়াইড দিয়ে শুরু ওভারের প্রথম বৈধ বলেই উইকেট পেয়েছিলেন বলে ভেবেছিলেন মোস্তাফিজ। তাঁর কাটারে পরাস্ত ম্যাকনকি উইকেটের পেছনে ক্যাচ আউট হয়েছেন ভেবে রিভিউও নিয়েছিল বাংলাদেশ। কিন্তু রিভিউ দেখাল, ব্যাটে বল লাগেনি। পরের বলে এক রান নিয়ে ল্যাথামকে স্ট্রাইকে আনেন ম্যাকনকি। দারুণ খেলতে থাকা ল্যাথাম ওভারের তৃতীয় বলেই পেয়ে গেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি।

ডিপ মিডউইকেট আর ওয়াইড লং-অনের মাঝ দিয়ে দারুণ চারে ফিফটিতে পৌঁছান ল্যাথাম। ওভারে ৯ রান দিয়েছেন মোস্তাফিজ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন