মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফুলতলা একাদশ চ্যাম্পিয়ন

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা স্পোটিং ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ফুলতলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ফুলতলা একাদশ ১-০ গোলের ব্যবধানে খালিশপুর একাদশকে পরাজিত করে।

বিজয়ী দলের সুজন জয়সুচক গোলটি করেন। খেলা পরিচালনা করেন এস এম কামাল আহমেদ। তাকে সহযোগিতা করেন ফেরদৌস হাসান ও কামরুল আজম বাবু।

পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিল্পপতি হুমায়ন আহমেদ ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, আওয়ামীলীগ নেতা মোল্যা হেদায়েত হোসেন লিটু, প্রধান শিক্ষক তাপস কুমার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সমাজ সেবক মহাসিন মোল্যা, ইউপি সদস্য মোল্যা আলমগীর হোসেন মোল্যা।

কবি রমজান মাহমুদ অরন্যের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ তারেক হাসান নাইচ, তরিকুল ইসলাম টলার, হাফিজুর রহমান মোল্যা, মোঃ মামুন মোল্যা, মাহমুদা ইসলাম নিপা, জাহানারা খাতুন তনু, নাসির মোল্যা, সিদ্দিকুর রহমান, আমজাদ মোল্যা প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন