মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ম্যাচ ও সিরিজ সেরা সাকিব

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

শুধু তাই নয়, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ রান আর দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কারটিও নিজের করে নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সোমবার অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নারের উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

বাংলাদেশ সেরা এ অলরাউন্ডার টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ৯টি ফিফটির সাহায্যে ১৭১৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে বাঁ-হাতি স্পিনে শিকার করেন ১০০ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৫৭ ম্যাচে ব্যাট হাতে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ২৫১ রান আর বল হাতে সাকিবের শিকার ৫৯২ উইকেট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন