মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাকিবের এক ওভারে ক্রিস্টিয়ানের পাঁচ ছক্কা

ক্রীড়া প্রতিবেদক

দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনি। সাকিব আল হাসান অন্যতম ভরসাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে এমনিতেই বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই সাকিব কি না এক ওভারেই খেলেন পাঁচ ছক্কা। ইনিংসের চতুর্থ ওভারে ডেন ক্রিশ্চিয়ানের হাঁকান ছক্কাগুলো।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগের ৩ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। এ ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১০৪ রানের পুঁজি পায় স্বাগতিকরা। লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ম্যাকডরমটের উইকেট হারিয়ে বসে সফরকারীরারা। এরপরই উইকেটে এসে টাইগার বোলারদের উপর চড়াও হন ক্রিশ্চিয়ান।

ইনিংসের চতুর্থ ওভারে গুনে গুনে সাকিবকে ৫টি ছক্কা মারেন তিনি। টানা ৩টি ছয় মারার পর চতুর্থ বলটিতে রান বের করতে পারেননি ক্রিশ্চিয়ান। পরের ২ বল আবার আছড়ে মারেন সরাসরি সীমানার বাইরে।

তবে শেষ পর্যন্ত ১৫ বলে ৩৯ রান করে মুস্তাফিজুর রহমের বলে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। ততক্ষণে অবশ্য জয়ের পথে অনেকখানি এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন