মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খালিশপুরে ৮ দলীয় টুর্নামেন্টে ভিক্টরী ক্রিকেট একাডেমির জয়

ক্রীড়া প্রতিবেদক

খালিশপুরে ৮ দলীয় একাডেমী চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টের লীগ পর্যায়ের খেলায় জয় পেয়েছে ভিক্টরী ক্রিকেট একাডেমি। শনিবার (০৭ আগস্ট) সকালে খালিশপুর ক্রিকেট একাডেমিকে ৩ উইকেটে পরাজিত করে তারা।

গ্রীন ফিল্ড ক্রিকেট একাডেমির আয়োজনে খালিশপুর ঈদগাহ মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভিক্টরী ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করতে নেমে খালিশপুর ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলের হয়ে আল আমিন ২৬ বলে সর্বোচ্চ ৪৩ রান করে। প্রতিপক্ষের তন্ময় ও আবির ৩ উইকেট করে সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে ভিক্টরী ক্রিকেট একাডেমি ১৫.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে পিয়ার আলী সর্বোচ্চ ৬৮ রান সংগ্রহ করেন। ২৭ বলে ২টি বাউন্ডারী ও ৯টি ওভার বাউন্ডারীর হাকান তিনি। প্রতিপক্ষের হয়ে শহিদুল ৩টি ও রানা ২ টি উইকেট সংগ্রহ করেন।

এ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ এবং সর্বোচ্চ ছয় হাকানোর দুটি পুরস্কার পেয়েছেন ভিক্টরী ক্রিকেট একাডেমির পিয়ার আলী।

খেলা শেষে পুরস্কার তুলে দেন খুলনা গেজেটের প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্টের আয়োজক ও কোচ মো. দেলোয়ার হোসেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন