মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পিতার মৃত্যুসংবাদে দেশে ফিরছেন বিপ্লব

ক্রীড়া ডেস্ক

জাতীয় দলের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আবদুল কুদ্দুস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে আছেন বিপ্লব। তার বাবার অকস্মাৎ মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, খুব দ্রুত বিপ্লবকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাতে করে এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে পারেন তিনি।

চলতি সফরে দলের সঙ্গে থাকলেও একটি ম্যাচও খেলতে পারেননি বিপ্লব। এমন সময়ে বাবাকে হারানোর দুঃসংবাদ শুনে দেশে ফিরতে হচ্ছে এই লেগস্পিনারকে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন