বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেছেন। চলতি বছরের ৭ নভেম্বর বাবা-মা হয়েছেন এই তারকা জুটি। তাদের ঘরে এসেছে এক পুত্রসন্তান। ছেলের জন্মের খবর দিলেও তার নাম জানা গেল দুই মাস পর। ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে ছেলের হাতের ছবিসহ নাম জানান তারা।
ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে ক্যাটরিনা ও ভিকি লেখেন, আমাদের আলোর রশ্মি। ভিহান কৌশল। প্রার্থনার ফল মিলেছে। জীবন সুন্দর। এক মুহূর্তেই আমাদের পুরো পৃথিবী বদলে গেছে। কৃতজ্ঞতার ভাষা নেই।” পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে তাঁদের কমেন্ট বক্স।
ছেলের নাম প্রকাশের পরই ভক্তদের নজর কেড়েছে একটি বিশেষ বিষয়। ভিকি কৌশলের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ তিনি অভিনয় করেছিলেন মেজর ভিহান সিং শেরগিল চরিত্রে। ২০১৯ সালের ১১ জানুয়ারি মুক্তি পাওয়া এই সিনেমাটি ভিকিকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। চলতি সপ্তাহেই সিনেমাটি মুক্তির সাত বছর পূর্ণ করতে যাচ্ছে। ছেলের নামের সঙ্গে এই চরিত্রের মিল ভক্তদের আবেগ আরও বাড়িয়ে দিয়েছে।
৪৩ বছর বয়সী ক্যাটরিনা কাইফ ও ৩৭ বছর বয়সী ভিকি কৌশল গত সেপ্টেম্বর মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। গর্ভাবস্থায় ক্যাটরিনা নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন। তবে ভিকিকে নিয়মিত বিভিন্ন সামাজিক ও চলচ্চিত্র সংক্রান্ত অনুষ্ঠানে দেখা গেছে।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ভিকি বলেছিলেন, বাবা হওয়ার জন্য তিনি ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, শুধু একজন বাবা হতে চাই। এটা বিশাল আশীর্বাদ। মনে হচ্ছে ঘর থেকেই বের হতে চাইব না। ভিকির ছোট ভাই অভিনেতা সানি কৌশলও জানিয়েছিলেন, নতুন সদস্যকে ঘিরে পুরো পরিবারই আনন্দিত ও আবেগাপ্লুত।
সুত্র: এনডিটিভি
খুলনা গেজেট/এনএম
