Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘বচ্চন’ নামেই কি সমস্যা?

গেজেট ডেস্ক

বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন বলিউডে। কিন্তু আজও তার প্রথম পরিচয়, তিনি অমিতাভ বচ্চনের ছেলে। এ পরিচয়ের জন্যই নাকি অভিনয়জগতে টিকে থাকতে বেগ পেতে হয়েছিল। এমনকি, একটা সময়ে এ পরিচয়ের জন্যই কোনো ছবিতে সুযোগ পেতেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, তার পদবির জন্যই পরিচালক ও প্রযোজকেরা তার কাছে কাজ নিয়ে আসতেন না।

আনন্দবাজার অনলাইনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২১ বছর বয়সে কাজ করার উত্তেজনা ও উচ্ছ্বাস দুটোই তুঙ্গে থাকে। সেই সময়ে কানের কাছে শুনতেই থাকতাম, ‘আরে ও তো অভিনেতাই হবে। কিন্তু এ ধরনের কথাবার্তায় সমস্যা হয়। কোথাও গিয়ে আমরা এ ধরনের মন্তব্যের মধ্যে আটকে যাই।

অভিনয়ের সফর শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন অভিষেক। সেই সময়ে কাজ নিয়ে কথা বলতে এক প্রযোজনা সংস্থায় গিয়েছিলেন। কিন্তু তাকে কোনো কাজের প্রস্তাব দেওয়া হয়নি। বরং বিনয়ের সঙ্গে সেই দিন তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানান অভিনেতা নিজেই। এ প্রত্যাখ্যানের মধ্যে কোথাও অসম্মান ছিল না। বরং অমিভাত বচ্চনের ছেলে বলে অধিকাংশ পরিচালক ও প্রযোজকেরা ভয় পেতেন।

তাদের মনে হত, অমিতাভ-ছেলের প্রথম ছবি মানে সেখানে অনেকের অনেক প্রত্যাশা থাকবে। সেই কারণেই পিছিয়ে গিয়েছিলেন তারা।

অভিষেক বলেন, আসলে অমিতাভ-ছেলের প্রথম ছবি প্রযোজনা করার দায়িত্ব নিতে চাননি তারা। অবশেষে ‘রিফিউজি’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু করেন অভিষেক। সেই ছবির পরিচালনা করেছিলেন জেপি দত্ত। ২০০০ সালে সেই ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয়ের অভিষেক হয় কারিনা কাপুর খানেরও।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন