Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাই নিয়ে গান বানাচ্ছেন তাশরীফ খান

গেজেট ডেস্ক

২৪ এর ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এবার গান বানাতে চলেছেন দেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাশরীফ খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি তিনি জানিয়েছেন। পোস্ট দিয়ে তাশরীফ খান লিখেছেন, ‘জুলাই নিয়ে গান বানাচ্ছি যে গানের লিরিক্স লিখবেন আপনারা।’

‘জুলাই এর স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত সেটা এক শব্দে হোক কিংবা এক লাইন বা কয়েক লাইনে যাই হোক কমেন্ট বক্সে লিখে যান।’

তাসরিফের কথায়, ‘আমি আপনাদের লেখা থেকে শব্দ কিংবা লাইন সিলেক্ট করবো এবং যার লেখা থেকে যে জায়গা নিয়েছি তা গানের ভিডিও তে দেখিয়ে দেবো। গানের নাম হবে জুলাই, লিরিক্স এ থাকবে বাংলাদেশ।’

উল্লেখ্য, গত ১৬ বছরে ফ্যাসিস্ট হিসেবে পরিচিতি পাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আন্দোলন ঘিরে ছাত্র-জনতার ওপর চালানো নৃশংস হত্যা থেকে শুরু করে নির্যাতনে অবসান ঘটেছে ২৪ এ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন