Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘খাদান’ নিয়ে দেবকে বিশেষ বার্তা জিতের

বিনোদন ডেস্ক

অভিনয়ের বাইরে জিৎ আর দেব একেবারেই কাছের মানুষ। ফিল্ম পার্টি হোক বা প্রিমিয়ার শো দু’জনে দেখা হলেই আড্ডা দেয়। এই যেমন, সম্প্রতি জিৎ ও রুক্মিণী মৈত্রর বুমেরাং ছবির প্রিমিয়ারে দুজনে দেখা হতেই, অনুরাগীরা বলে উঠলেন দেব-জিতের একসঙ্গে ফের ছবি চায়।

তবে সে তো অন্য গল্প । নতুন গল্প হল, বক্স অফিসের লড়াই ভুলে তারকাসুলভ ইগো একপাশে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের খাদানকে শুভেচ্ছা জানালেন জিৎ। শুধু শুভেচ্ছা নয়, দেবকে দিলেন বিশেষ টিপস।

পোস্ট দিয়ে জিৎ লিখেছেন, ‘ব্যক্তিগত ভাবে দেবকে mass কমার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’

বছরের শুরুতে ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় দর্শকদের জন্য উপহার রেখেছেন।

দেব-যিশু, বরখা-ইধিকা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন