শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

খুলনার সঙ্গীতশিল্পী শেখ আব্দুস সালামের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বেতার খুলনা সংগীত প্রযোজক,  খুলনা নাট্য নিকেতনের সঙ্গীতালয়ের অধ্যক্ষ বিশিষ্ট কন্ঠ শিল্পী শেখ আব্দুস সালাম (৭১) আর নেই। সোমবার (২০ মে রাত আনুমানিক ৯ টা ২৫ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন নিভৃতচারী  ও প্রচারবিমুখ।  উত্তাল ৬৯ এর গণআন্দোলনে তিনি ছিলেন রাজপথের একজন প্রতিবাদী সংগীত শিল্পী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি খুলনাসহ খুলনার আশপাশে বিভিন্ন স্থানে গণসংগীত ও দেশের গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহ প্রদান করেন।  বাংলাদেশ বেতারও তাঁর অনবদ্য কন্ঠ দেশ ও জাতিকে ঐক্য করেছে স্বাধীনতা যুদ্ধকালীন।

শেখ আব্দুস সালামে মৃত্যুতে খুলনার নাট্য নিকেতনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁর প্রয়াণে  একজন পতিত যশা সঙ্গীত শিল্পীকে হারালো। তিনি ছিলেন সংগীত জগতের এক অহংকার। মঙ্গলবার শহীদ হাদিস পার্কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে নাট্য নিকেতনের পক্ষ থেকে নেয়ামুল হোসেন কচি জানিয়েছেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন