Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রোদে থাকুন, সাগরে সাঁতার কাটুন, বন্য বাতাস পান করুন: পূর্ণিমা

বিনোদন ডেস্ক

যত বয়স বাড়ছে তিনি যেন তত চিরসবুজ হয়ে উঠছেন। যুবাদের কল্পনার পরী হয়ে উঠছেন। তার রুপের যাদু মোহিত করছে এই সময়ের তরুনদের কেও। বয়সকে হার মানিয়ে সৌন্দর্যের বিজ্ঞাপন নায়িকা পূর্ণিমা।

শুক্রবার (২১ আগস্ট) সকালে ফেইসবুকে সমুদ্রের পাড়ের ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন “রোদে থাকুন, সাগরে সাঁতার কাটুন, মুগ্ধ বাতাস পান করুন।” তিনি কিন্তু ইংরেজিতে ক্যাপশন দিয়েছেন। ঘন্টা খানেকের মধ্যে হাজার হাজার ভক্তরা লাইক কমেন্টে পূর্ণিমাকেও জানিয়ে দিচ্ছে তারাও রোধে থাকতে চাই, ঘরবন্দি জীবন ছেড়ে সাগর পাড়ের নাউ ভাসাতে চাই, মুক্ত বাতাসে গায় ও করোনা তুমি পালাও জীবনকে উপভোগ করতে দাও ….




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন