বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

খুবির অভ্যন্তরীণ বিষয়ে ক্যাম্পাসে বহিরাগতদের তৎপরতায় কর্তৃপক্ষের উদ্বেগ

 খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে যে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে বহিরাগত কিছু ব্যক্তি/সংগঠন ক্যাম্পাসের অভ্যন্তরে এসে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তাদের এ তৎপরতা খুলনা বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ, ঐতিহ্য ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে এহেন সকল কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছে। অন্যথায় এরূপ কর্মকান্ডের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন