বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

পাঠ্যপুস্তক থেকে ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’ প্রবন্ধ বাদ!

নিজস্ব প্রতিবেদক

পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যপুস্তক, নাম আমার বাংলা বই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ এর প্রকাশক। বইটি ২০২৬ সালের পাঠ্যসূচি। এবারের এ পুস্তকে ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’ প্রবন্ধটি বাদ দেওয়া হয়েছে। ২০২৫ এর এ পাঠ্যপুস্তকে প্রবন্ধটি ছিল।

পাঠ্যপুস্তক ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছেছে। শিশু শিক্ষার্থীরা হাতেও পেয়েছে তা। আগামী শিক্ষাবর্ষে এ বইয়ে ‘এই দেশ এই মানুষ’, ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’, ‘সুন্দরবনের প্রাণি’ ও ‘স্বদেশ’ নামক প্রবন্ধ বাদ দেওয়া হয়েছে। বীরের রক্তে স্বাধীন এ দেশ প্রবন্ধে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ শেখ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোহাম্মাদ রুহুল আমিনের সংক্ষিপ্ত জীবনী লিপিবদ্ধ ছিল। এবারের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বীরশ্রেষ্ঠদের জীবনী সম্পর্কে ধারণা পেয়েছে। আগামী বছরের শিক্ষার্থীরা সে সুযোগ থেকে বঞ্চিত হবে।

পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর রবিউল কবীর চৌধুরী প্রসঙ্গ কথায় ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, পাঠ্য প্রস্তুত প্রণয়নের ক্ষেত্রে পূর্ব শ্রেণির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। পঞ্চম শ্রেণিতে সাধারণত : ১০ বছরের অধিক বয়সের শিশুরা পাঠগ্রহণ করে। বয়সের কথা বিবেচনা করে পাঠ্যপুস্তকে কিছু বিন্যাস ঘটানো হয়েছে। এতে তথ্য ও বর্ণনামূলক রচনাগুলোর ধারাবাহিকতা রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন