সোমবার । ২৪শে নভেম্বর, ২০২৫ । ৯ই অগ্রহায়ণ, ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

গেজেট প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল ৪টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা সংশ্লিষ্ট কলেজে ৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা— তিন শাখার শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসির জিপিএ-এর ৪০ শতাংশ ও এইচএসসির জিপিএ-এর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

ভর্তির জন্য মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম পৃথকভাবে জিপিএ ২.০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৪.৫০ থাকতে হবে। বিজ্ঞান ও কারিগরি শাখায় এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসিতে ২.০ এবং সম্মিলিত জিপিএ কমপক্ষে ৪.৭৫ প্রয়োজন। শুধু এসএসসি ২০২২ ও ২০২৩ এবং এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নের পর শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ৭ দিন আগে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্রের সঙ্গে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড দেখানো বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

এছাড়া ও-লেভেল অথবা এ-লেভেল এবং বিদেশি বোর্ডের শিক্ষার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলে সরাসরি বা ই-মেইলে আবেদন করতে হবে এবং তাদেরও ১ হাজার টাকা ফি জমা দিতে হবে। খেলোয়াড়, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, পোষ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর পরিবারের সন্তানদের কোটায় আবেদন করতে হলে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সত্যায়িত সনদপত্র জমা দিতে হবে। তবে কোটা পেতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আগের শিক্ষাবর্ষে (২০২৪-২৫) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে চাইলে পূর্বের ভর্তি অবশ্যই বাতিল করতে হবে, নতুবা উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ধাপে ধাপে মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা এবং রিলিজ স্লিপের সুযোগ থাকবে দুটি ধাপে। তবে তৃতীয় রিলিজ স্লিপ দেওয়ার সুযোগ থাকবে না। মেধাতালিকার ফল ওয়েবসাইট বা এসএমএসের মাধ্যমে জানা যাবে। ফি হিসেবে প্রাথমিক আবেদন ১ হাজার টাকা, রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১৩০ টাকা, ভর্তি বাতিল ফি ৭০০ টাকা এবং ভর্তি পুনর্বহাল ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে প্রয়োজনে ভর্তি কার্যক্রমের নিয়মাবলি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন