সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা কাল

গেজেট প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের লিখিত পরীক্ষা মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, লিখিত ভর্তি পরীক্ষাটি মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গাজীপুর ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে (কক্ষ নং-৪০৩) অনুষ্ঠিত হবে।

আর পরীক্ষায় অংশগ্রহণকারী সব আবেদনকারীকে তাদের অনলাইন আবেদন ফরমের প্রিন্টকপি সঙ্গে অবশ্যই আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ৩০টি বিষয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন গবেষক ভর্তি করা হবে।

এরমধ্যে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে আর্টস, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং বিজনেস স্টাডিজ গ্রুপে। এরমধ্যে আর্টস গ্রুপে বাংলা, ইংরেজি, আরবি, পালি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে ভর্তি হবে।

আর সোশ্যাল সায়েন্সে সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান অন্তর্ভুক্ত।

অন্যদিকে ন্যাচারাল সায়েন্সে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সে উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল ও গার্হস্থ্য অর্থনীতি এবং বিজনেস স্টাডিজ গ্রুপে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশের সামাজিক চাহিদা, উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং শিক্ষা–সামাজিক চ্যালেঞ্জ সম্পর্কিত বিষয় গবেষণায় অগ্রাধিকার দেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন