আমরণ অনশনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ববি প্রতিনিধি

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৭ দিনের আন্দোলনের পর এবার আমরণ অনশনে বসতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ চলাকালে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৩৬ দিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে পাঁচ দিন তারা মহাসড়ক অবরোধ করেছেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা আজ রাত ৯টা থেকে আমরণ অনশন শুরু করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, আমরা দীর্ঘ ৩৬ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছি। সড়ক অবরোধ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। যখন আমরা সড়ক অবরোধ করলাম, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে বসার আহ্বান জানান, কিন্তু তারা সমস্যার কোনো সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে আমরা আবার সড়ক অবরোধ করি। কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আজ রাত ৯টা থেকে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা উঠব না, তাতে আমাদের মরণ হলেও।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, আমরা দীর্ঘ ৩৭ দিন আন্দোলন করলেও সরকার পক্ষ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ইউজিসি ও মন্ত্রণালয়ের কাছে আমাদের যে দাবি ছিল, তা পূরণ করা হয়নি এবং আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তাই আমরা অনশনের ডাক দিয়েছি। অনশনে বসার পর শিক্ষার্থীদের সঙ্গে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।

আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মাসেরও বেশি সময় ধরে অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাস সম্প্রসারণ এবং শতভাগ পরিবহন নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে।

তিনি বলেন, তাদের দাবিগুলোর প্রতি প্রশাসন বা রাষ্ট্রের কোনো মনোযোগ নেই। জনদুর্ভোগ এড়াতে তারা আর রাস্তা অবরোধ করতে চান না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। ৩৭ দিনের মাথায় তারা আমরণ অনশনের ডাক দিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন