Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুবিতে ‘ল্যাব ব্যবস্থাপনা ও নিরাপত্তা’ প্রশিক্ষণ সম্পন্ন

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) এর উদ্যোগে ‘ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ আগস্ট, বৃহস্পতিবার) সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, “ল্যাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে। গবেষণামূলক কাজ, নতুন জ্ঞান সৃজন এবং শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার ক্ষেত্রে ল্যাব অপরিহার্য। সঠিক ব্যবস্থাপনা ও ব্যবহার ল্যাবকে টেকসই রাখে। শিক্ষার্থীরা যেন ল্যাব ব্যবহার করে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও শক্তিশালী করতে আধুনিক ল্যাব ব্যবস্থাপনা অপরিহার্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।

দিনব্যাপী প্রশিক্ষণে চারটি টেকনিক্যাল সেশনে আলোচনা করা হয়:

ল্যাব ব্যবস্থাপনার নীতি ও প্রয়োগ, ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমন, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ

সেশনগুলো উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ল্যাব টেকনিশিয়ান ও কর্মচারীরা অংশ নেন। সমাপনী সেশনে প্রশ্নোত্তর, মতামত গ্রহণ এবং ফিডব্যাক উপস্থাপন করা হয়।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন