Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বৃহস্পতিবার শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি

গেজেট ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এদিন প্রকাশ করা হবে বিষয়ভিত্তিক মেধা তালিকা। বিকেল ৪টা থেকে এসএমএস এবং রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

বুধবার (৬ আগস্ট) প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুদ্দারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ৭ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম পূরণ করতে হলে শিক্ষার্থীদের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে ‘Applicant Login’ অপশন থেকে ‘Masters Preli. (Regular) Login’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে তার প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

উল্লেখযোগ্যভাবে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে (যে শিক্ষাবর্ষেই হোক না কেন) ভর্তি রয়েছেন, তাদের অবশ্যই ১৩ আগস্টের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। তা না হলে দ্বৈত ভর্তি হিসেবে বিবেচিত হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঐ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

আর মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন ফি (প্রতি শিক্ষার্থী ৯৩৫ টাকা) কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যম বা সরাসরি কলেজে জমা দিতে হবে। এরপর কলেজ কর্তৃপক্ষ ভর্তি ফরমে দেওয়া তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে।

যদি কোনো শিক্ষার্থীর তথ্য ও ছবিতে গড়মিল বা অসঙ্গতি পাওয়া যায়, তবে সেই ক্ষেত্রে ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে জানাতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন দপ্তরে।

এরপর মেধা তালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হিসাব নম্বরে (০২১৮১০০০০০১৩৪) ১৯ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে হবে। এ জন্য কলেজগুলোকে অনলাইনে ‘Admission Payment Info (Masters Preli.)’ অপশন থেকে ‘Pay Slip’ ডাউনলোড করতে হবে এবং তা নিয়ে যেকোনো সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

এই ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন