Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর শিক্ষাবোর্ডের ৫টি কক্ষে প্রবেশে কর্মকর্তা-কর্মচারীদের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিক্ষাবোর্ডের পাঁচটি কক্ষে প্রবেশের জন্য কর্মকর্তা-কর্মচারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার গোপনীয়তা রক্ষায় কক্ষগুলো ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের আওতায় আনা হয়েছে।

বোর্ডের উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন জানান, এসব কক্ষে ওএমআর শিট স্ক্যান, ফলাফল প্রস্তুত ও প্রশ্নপত্র পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজ করা হয়। এ সংক্রান্ত ৫টি কক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে কক্ষের সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ফিঙ্গার প্রিন্ট কন্ট্রোল দরজা। যাতে অন্যান্য সেকশনের কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে ইচ্ছামত প্রবেশ করতে না পারেন। শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত কাজ নিয়ে অনুমতি সাপেক্ষে তারা প্রবেশ করতে পারবেন।

তবে কেবলমাত্র বোর্ড চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও নির্ধারিত কর্মীরাই এই কক্ষে প্রবেশ করতে পারবেন। অন্য কেউ প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে ধরা পড়বেন।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, পরীক্ষা শাখায় গোপনীয় কাজ হয়, তাই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কে কখন আসছে বা যাচ্ছে—তা রেকর্ড থাকবে। এছাড়া ৫টি কক্ষের দায়িত্বপ্রাপ্তদের মোবাইল ফোন ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যাতে প্রশ্নফাঁসের ঝুঁকি একেবারে কমিয়ে আনা সম্ভব হয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন