Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
যশোরে খুলনা বিভাগীয় সমাবেশে সমিতির সভাপতি

২৩ জুন থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, যশোর

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী ঘোষণা দিয়েছেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে আগামী ২৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৩১ মে) যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় শিক্ষক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে আমিনুল ইসলাম বলেন, ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের জারি করা টাইম স্কেল সংক্রান্ত চিঠিটি সম্পূর্ণ অবৈধ ও বিভ্রান্তিকর। আমরা এই চিঠি প্রত্যাহার, ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরির সময়সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান এবং বঞ্চিত প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আগামী ২২ জুন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরদিন ২৩ জুন আমরণ অনশন শুরু হবে, যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়।

যশোরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় শিক্ষক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আজমল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হামিদুল ইসলাম এবং যশোর জেলা কমিটির সমন্বয়ক বি এম কিয়াম উদ্দীন।

উল্লেখ্য, জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল ইস্যু, চাকরির জ্যেষ্ঠতা নির্ধারণ এবং প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশসহ তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকরা। যশোর থেকে শুরু হওয়া এ আন্দোলন এবার ঢাকায় রূপ নিতে যাচ্ছে বৃহৎ আন্দোলনে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন