মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

ভারতে ইলিশ রপ্তানি করবে ৩৭ প্রতিষ্ঠান

গেজেট প্রতিবেদন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে এক হাজার দুই শ’ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য মোট ৩৭টি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস. এইচ. এম. মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রপ্তানির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান মেনে চলা, অনুমোদিত সময়সীমার মধ্যে রপ্তানি সম্পন্ন করা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা, অনুমোদিত পরিমাণের বাইরে রপ্তানি না করা এবং প্রতিটি চালান শুল্ক কর্তৃপক্ষের স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা করা।

এ ছাড়া অনুমতি হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত প্রতিষ্ঠান অন্য কাউকে উপ-চুক্তি দিতে পারবে না। প্রয়োজনে সরকার যেকোনো সময় এ অনুমোদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

 

খুলনা গেজেট/এম.আর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন