Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অর্ডার ছিল চিকেন ফ্রাই পেল ‘তোয়ালে ফ্রাই’ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইনে অর্ডার করা হয়েছিল চিকেন ফ্রাই। কিন্তু বাড়িতে খাবারের প্যাকেট আসার পর খেতে গিয়ে চোখ কপালে উঠলো সবার। কারণ চিকেন ফ্রাই কাটতে গিয়ে দেখা গেলো সেটা চিকেন ফ্রাই নয়,‘তোয়ালে ফ্রাই’।একটা আকাশী রংয়ের তোয়ালে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে সুন্দর প্যাকেটে ভরে পাঠানো হয়েছে।

ফিলিপাইনের এক নামী ফাস্টফুডের দোকান থেকে ডিপ ফ্রায়েড চিকেন অর্ডার করেছিলেন অ্যালিক পেরেজ নামের এক নারী। বাড়িতে ডেলিভারির পর বাক্স খুলে প্রথমে বুঝতেও পারেননি যে ওটা চিকেন নয়, অন্য কিছু। কিন্তু তারপর খেতে গিয়েই সবাই চমকে ওঠেন!এমন অভিনব ডিশ দেখে বাড়ির সকলেই অবাক ৷ ওই নারী সাধ করে তার ছেলের জন্য এই স্পেশাল চিকেন মিল অর্ডার করেছিলেন। কিন্তু চিকেন আর জুটল কই। তার বদলে এলো তোয়ালে ফ্রাই!

এমন স্পেশাল ডিশের ভিডিও করে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। ভাবুন তো একবার লকডাউনে শখ করে বাইরের থেকে খাবার অর্ডার করার পর এমন খাবার জুটলে কেমন লাগবে!

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন