শনিবার । ২৯শে নভেম্বর, ২০২৫ । ১৪ই অগ্রহায়ণ, ১৪৩২

বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়া ‘পুমুকেল’

গেজেট প্রতিবেদন

জার্মানির ‘পুমুকেল’ নামের ঘোড়া দেখে কেউ প্রথমে বুঝতেই পারেন না এটি বাস্তব ঘোড়া নাকি পুতুল। তবে পুমুকেল একটি জীবন্ত ঘোড়া। বাদামি ও উজ্জ্বল সাদা রঙের এই ঘোড়ার মাথা ও ঘাড়ে লম্বা লোম আছে, যা চুলের মতো ঝুলে থাকে।

পুমুকেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উচ্চতা। মাত্র ২১.১ ইঞ্চি উচ্চতায় এটি বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সর্বনিম্ন উচ্চতার জীবন্ত ঘোড়া।

২০২০ সালে ক্যারোলা ভাইডেমান নামের এক নারী পুমুকেলকে পোষা শুরু করেন। তখন এটি মাত্র ৫ মাসের এবং উচ্চতা ছিল ১৮ ইঞ্চি। ক্যারোলা প্রথমবার পুমুকেলকে দেখার অভিজ্ঞতাও স্মরণীয় বলে মনে করেন।

পূর্বের রেকর্ডধারী ঘোড়ার চেয়ে পুমুকেল দেড় ইঞ্চি ছোট।

পুমুকেল প্রশিক্ষিত ঘোড়া এবং থেরাপির কাজ করে। এটি নিয়মিত নার্সিং হোম, হাসপাতাল, স্কুল ও প্রতিবন্ধী মানুষের কাছে নিয়ে যাওয়া হয়।

ক্যারোলা বলেন, পুমুকেল খুবই মিষ্টি স্বভাবের, শিশুদের সঙ্গে ভালো আচরণ করে, খোঁচাখুঁচি ও আলিঙ্গন পছন্দ করে এবং সবসময় মানুষের মনোযোগের কেন্দ্রে থাকতে চায়। পুমুকেল কোনো ছোট প্রজাতির ঘোড়া নয়; প্রকৃতিই এটিকে এই আকার দিয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন