Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিয়ের গয়নার যুক্ত হচ্ছে রূপার মাস্ক

গেজেট ডেস্ক

ভারতে করোনা ভাইরাসের মধ্যে থেমে নেই বিয়ে। তবে সংক্রামণ এড়াতে মেয়ে পক্ষের গহনার তালিকায় যুক্ত হয়েছে রূপার মাস্ক। যা ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে বেশ আলোচনার ঝড় উঠেছে।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে থেমে নেই বিয়ে-শাদী। কিন্তু করোনার এই পরিস্থিতিতে মাস্ক ছাড়া যে গতি নেই। তবে বিয়েতে তো নববধূকে যেনতেন মাস্ক পড়ানো যায় না। একথা মাথায় নিয়ে রূপার মাস্ক তৈরি করা হচ্ছে। এদিকে বিয়ের অলঙ্কারের তালিকায় রূপার মাস্ক ভালভাবে স্থান পাবে বলে আশা করছেন ভারতের ব্যবসায়ীরা। ইতিমধ্যে রুপার মাস্ক তৈরি করেছেন কর্ণাটক-মহারাষ্ট্রের সীমান্তবর্তী বেলগাম জেলার অলঙ্কার ব্যবসায়ী সন্দীপ সালগাওকর। অলঙ্কার হিসাবে এই রুপার মাস্ক ইতিমধ্যেই নজর কেড়েছে। বিয়ের পিঁড়িতে বসা বর-কনের মুখ ঢাকা থাকবে নকশা করা রুপোর মাস্কে। অন্যান্য মাস্কের মতো এটিও ইলাস্টিকের সাহায্যে দু’কানের পাশ দিয়ে মাথার পিছন দিকে বাঁধা থাকবে। তবে করোনা ভাইরাস মোকাবেলায় রূপার মাস্ক কতটা কার্যকর হবে এ বিষয় নিয়ে বিশেষজ্ঞরা এখন অবধি কোন মতামত দেননি।

খুলনা গেজেট/এনআইআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন