Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গরুর মাংসের টুকরায় আল্লাহ’র নাম!

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট পশ্চিমপাড়ার বাসিন্দা ট্রাক চালক বাবলু শিকদারের বাড়িতে গরুর মাংস রান্না করার সময় মাংসের ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা ভেসে ওঠে। পরে বাড়ির লোকেরা ‘আল্লাহ’ লেখা মাংসের ওই টুকরাটিকে সংরক্ষণ করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সরেজমিন তার বাড়িতে গিয়ে জানা যায়, ট্রাক চালক বাবলু শিকদার বুধবার সকালে কার্পেটিং বাজারের কবিরের মাংসের দোকান থেকে প্রায় দেড় কেজি গরুর মাংস কিনে বাড়িতে আনেন। দুপুরের সময় বাবলু শিকদারের মেয়ে সীমা আক্তার ওই মাংস রান্না করার সময় দেখেন, একটি মাংসের টুকরা ভেসে উঠছে। বারবার মাংসের ওই টুকরাটিকে সেদ্ধ করার জন্য ডুবানোর চেষ্টা করলেও তা ডুবছে না।

মাংস সেদ্ধ না হওয়ায় মাংসের ওই টুকরাটি হাতের ওপর নিয়ে গরমের পরিবর্তে ঠান্ডাভাব অনুভূতি হয়। পরে লক্ষ্য করা যায়, মাংসের ওই টুকরাটিতে আরবি হরফে লেখা রয়েছে ‘আল্লাহ’। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাংসের টুকরাটির ছবি তোলার সময় দেখা যায়, মাংসের এক পিঠে আরবি হরফে ‘আল্লাহ’ এবং অপর পিঠে ‘আল্লাহু’ লেখা রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন