Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এক কোরালে রমজান পার

গেজেট ডেস্ক

বরগুনার পাথরঘাটায় হাসান নামে এক জেলের জালে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। বুধবার রাতে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে মাছটি ধরা পড়ে। পরে ইউনুস নামে এক পাইকার ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে হাসান বলেন, এই নদীতে এর থেকেও বড় মাছ পাওয়া গেছে। তবে আমি এর আগে এতো বড় মাছ পাইনি। মাছটি আমি ১৬ হাজার টাকায় বিক্রি করেছি। এই টাকা দিয়ে পুরো রমজান মাস নির্বিঘ্নে কেটে যাবে আমার। অন্তত এই মাসে কোনো অভাব অনটন আমার থাকবে না।

এর আগে বলেশ্বর নদীতে ৩২ কেজি ওজনের কোরাল মাছ পাওয়ার কথা জানিয়ে পাইকার ইউনুছ বলেন, মাছটি আমি কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করেছি। এতে আমার সাড়ে তিন হাজার টাকা লাভ হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন