Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

উল্টো মাথা নিয়ে জন্ম, ৪৪ বছর ধরে সুস্থ জীবন

আন্তর্জাতিক ডেস্ক

মাথা পিছনের দিকে ঝুলছে, এভাবেই কাটিয়ে ফেলছেন ৪৪টা বছর। উল্টো মাথা নিয়ে জন্মানোর পর এক ব্যক্তির পরিবারকে চিকিৎকরা জানিয়েছিলেন যে ২৪ ঘণ্টার বেশি বেঁচে থাকার আশা নেই। উত্তর-পূর্ব ব্রাজিলের রাজ্য বাহিয়া থেকে ক্লোদিও ভিয়েরা ডি অলিভারিয়া জন্মগ্রহণ করেছিলেন আর্থ্রোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনাইটা নামক একটি বিরল রোগ নিয়ে।

এই রোগে পায়ের পেশীগুলিতে অ্যাট্রোফি রয়েছে, তার পা তার বুকের সঙ্গে আটকে রয়েছে। তার মাথাটি পিছনের দিকে। অর্থাৎ গোটা জগৎকে তিনি উল্টোভাবে দেখেন।জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত থেকেছেন ঠিকই, কিন্তু জীবনের প্রতি পদে বাঁচার রসদ খুঁজে নিয়েছেন তিনি।

তবে এই ব্যক্তি জানিয়েছেন, নিঃশ্বাস নিতে, দেখতে, খেতে এবং জলপান করতে তার কোনো সমস্যা হয় না। পাশাপাশি তিনি প্রেরণামূলক বার্তা দিয়ে নানা ভিডিও করেন। তিনি আরও জানাচ্ছেন, আমি কখনও মনে করিনি আমার জীবনে কোনো অসুবিধা আছে। আমার জীবন আর ৫টা সাধারণ জীবনের মতো।

হার মানবেন না, নিজেকে দুর্বল মনে করবেন না, এমনই কিছু আশা জোগানোর মন্তব্যের সঙ্গে ভাইরাল হয়েছে এসব ছবি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন