Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দৈনিক দেড় লাখ টাকায় হাসপাতালের বেড রিজার্ভ !

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হায়দরাবাদের চারটি প্রাইভেট হাসপাতাল করোনার সম্ভাব্য রোগীদের জন্যে বেড রিজার্ভ রাখছে দৈনিক দেড় লক্ষ টাকা বেডপিছু ভাড়া নিয়ে। হায়দরাবাদ শহরের বেশ কিছু শিল্পপতি এবং ধনী ব্যক্তি এই কাজটা করছেন অসাধু এই হাসপাতালগুলোর সঙ্গে যোগসাজস করে। গত একমাস ধরে এই কাজটি চলছে।

সাধারণ মানুষ করোনা আক্রান্তদের জন্যে একটি বেড এর খোঁজে হন্য হয়ে ঘুরছেন। এমনকি মুমূর্ষুরাও হাসপাতালে বেড পাচ্ছেন না। তখন হাসপাতালের বেড সংরক্ষিত রাখা হচ্ছে অর্থবানদের জন্যে।

সরকারের গোচরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

হায়দরাবাদ এ সরকারি স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জি কে ভি রাও বলেছেন, সাধারণ মানুষ বেড পাচ্ছেন না আর মোটা মানিব্যাগ এর অধিকারী মানুষরা বাড়তি সুবিধা পাবেন এটা মেনে নেয়া যায়না।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন