রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

গিরগিটি ১০০ বছর বাঁচে!

গেজেট ডেস্ক

গিরগিটির শরীরের গঠন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য উপযুক্ত। কিছুটা সবুজ, কিছুটা ধূসর গায়ের রঙের এ সরীসৃপের পাগুলো ভীষণ শক্ত। হাতের থাবা রেজরের মতো ধারালো হয়ে থাকে।

পুরুষ গিরগিটিদের ত্রিকোনাকার ঝুঁটির মতো একটা অঙ্গ আছে। যা দিয়ে অন্য লিঙ্গের গিরগিটিকে আকর্ষণ করে।

সাধারণত গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে বংশ বিস্তার করে। মাইনাস ৫ ডিগ্রিতেও টিকে থাকতে পারে। বাঁচে ১০০ বছর।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন