Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এক বাগা আইড় ৪২৫৫০ টাকা!

গেজেট ডেস্ক

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বাগা আইড় মাছ। মাছটি উপরে আনতেই বিক্রি হয়েছে ৪২ হাজার ৫৫০ টাকায়! আজ রোববার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের ভাই ভাই মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা মাছটি কিনেছেন।

মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা বলেন, ভোর ৬টার দিকে আরিচার হুমায়নের আড়ত থেকে আমি মাছটি ৯৬০ টাকা কেজি দরে কিনেছি। মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের পানির মধ্যে নিয়ে এসে রেখেছি। এখন ঢাকার এক শিল্পপতির সঙ্গে মোবাইলে কথা হয়েছে, তার কাছে বাগাড় মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে- ৪২ হাজার ৫৫০ টাকায় নগদ বিক্রি করেছি বলে জানান ওই ব্যবসায়ী।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, সম্প্রতি-যমুনা নদীর মোহনায় বড় বড় মাছ ধরা পড়ছে। তবে ৩৭ কেজি ওজনের বিশাল বড় বাগাড় মাছ খুব একটা পাওয়া যায় না বলে জানান ওই কর্মকর্তা।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন