Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঘড়ির দাম ৬০৩ কোটি টাকা!

গেজেট ডেস্ক

অনেকে বাড়িতে নানা ধরনের ঘড়ি জমাতে ভালোবাসেন। এ শখ পূরণ করতে বেশি অর্থও খরচ হয় না। তবে শৌখিন ঘড়ির শখ মেটাতে মানুষকে গুণতে হয় বিপুল অঙ্কের টাকা। যেমন পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ির মূল্য ৬০৩ কোটি টাকারও বেশি।

এক নিলামে ‘প্যাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম রেফারেন্স ৬৩০০এ-০১০’ ঘড়িটির বিপুল দাম ওঠে।

২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বেশি দামি ঘড়ির তকমা পেয়েছিল সুইস কোম্পানি প্যাটেক ফিলিপের ঘড়িটি, যা গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন নামের (৪৫৬ কোটি টাকা) ঘড়িকেও হার মানায়। ফোর্বস ইন্ডিয়া।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন