Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রতিদিন ট্রেনে যাতায়াত করে এই কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিদিন ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় একটি কুকুর। ভাবতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনে উঠে বেশ ভদ্রোচিত আচরণ করছে কুকুরটি। কাউকে বিরক্ত না করে আত্মকেন্দ্রিক ভূমিকায় ট্রেনে চড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন কুকুরটি। এভাবে প্রতিদিন ট্রেনে চড়ে এটি।

মুম্বাইয়ের বোরিভালি থেকে আন্দ্রেই স্টেশনে যাওয়ার সময় এই ভিডিও ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া জাগিয়েছে ভিডিওটি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, বোরিভালি থেকে কয়টার ট্রেনের এই কুকুরটি যাত্রা করে? আমি এটির সঙ্গে দেখা করতে চাই।

অন্য একজন লিখেছেন, হ্যাঁ আমি কুকুরটিকে দেখেছি। রাতে সে আবার বোরিভালি থেকে আন্দ্রেই ফিরে আসে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন