Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চলন্ত বাইকে হঠাৎ ফনা তুলল সাপ

গেজেট ডেস্ক

কুড়িগ্রাম শহরে চলন্ত মোটরসাইকেলের ভেতর থেকে সাপ বের হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলে চালক ছাড়াও এক আরোহী ছিলেন।রোববার দুপুরে শহরের কলেজ মোড় এলাকার পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক লুৎফর রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস’ (আরডিআরএস) এর দাশেরহাট শাখার কর্মী ও আরোহী মারুফা আক্তার ওই শাখা ব্যবস্থাপক।

লুৎফর রহমান জানান, মারুফা আক্তার এবং তিনি বিশেষ কাজে কাঁঠালবাড়ী ইউনিয়নের দাশেরহাট অফিস শহরে ফিরছিলেন। কলেজ মোড়ের পোস্ট অফিসের সামনে পৌঁছালে দেখতে পান মোটরসাইকেলের হেড লাইটের বক্সের মিটারের ওপরে একটি সাপ ফনা তুলে আছে। এসময় মানুষের ভিড় ও শব্দের কারণে সাপটি গাড়ির ভেতরে ঢুকে যায়। পরে একটি সার্ভিসিং সেন্টারে গিয়ে সাপটিকে এক ঘণ্টার চেষ্টায় বের করার পর উৎসুক জনতা পিটিয়ে সেটিকে মেরে ফেলে।

ম্যানেজার মারুফা আক্তার বলেন, এতবড় ঝুঁকিতে পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি। আমাদের অফিসটির চারদিকে প্রচুর জঙ্গল রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন