Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শুধুই কী প্রেম, ফুটবলেও তারা ব্যর্থ!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে সফল প্রেমিক একাদশ বনাম ব্যর্থ প্রেমিক একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়ায় এ ভিন্নধর্মী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর থানাপাড়া যুব সংঘের আয়োজনে লক্ষ্মীপাশা স্কুল মাঠে সফল প্রেমিক একাদশ বনাম ব্যর্থ প্রেমিক একাদশের মধ্যে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ব্যর্থ প্রেমিক দল, ফুটকবলেও হার – খুলনা গেজেট
এসময় খেলার শুরুতে ভালবাসা ও বিরহের গান বাজিয়ে খেলার শুভসূচনা করা হয়। পরে কেক কেটে একাদশের নাম খচিত জার্সি পরে দু’দল মাঠে নামে। উক্ত খেলায় সফল প্রেমিক একাদশ,ব্যর্থ প্রেমিক একাদশকে  ২-০ গোলে পরাজিত করে বিজয় লাভ করে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হলেও আমাদের কাছে প্রত্যেকটা দিনই মনে হয় ভালবাসা দিবস এজন্যেই আমাদের এ আয়োজন। বিশ্বকাপের রানার্সআপ হওয়া যেমন এক উৎসব আর চ্যাম্পিয়ন হওয়া আরেক উৎসব।
যারা বিশ্বকাপ পাইছে তারা বুঝবেনা,না পাওয়ার যন্ত্রণা। আর যারা বিশ্বকাপ ফাইনালে উঠে রানার্সআপ হয়েছে তারা বুঝবে এর যন্ত্রণা। এর মানে হলো এটা যে যারা প্রেমে সফল হয়েছে তারা ব্যর্থতার মর্ম বুঝবে না। আর যারা ব্যর্থ হয়েছে তারা বুঝবেনা সফলতার মানে।
এদিকে খেলা দেখতে আসা কয়েকজন দর্শক  বলেন, সৌজন্যমুলক ব্যতিক্রম এ আয়োজন আমাদের বেশ বিনোদন দিয়েছে। ভিন্ন ধর্মীয় আয়োজনে আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।
খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন