Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হজ করতে ৩ বন্ধুর সাইকেলে হাজার হাজার মাইল পাড়ি

আন্তর্জা‌তিক ডেস্ক

হজ করতে বাই-সাইকেলে তাজিকিস্তান থেকে সৌদি আরবের মক্কায় রওনা হয়েছেন ৩ বন্ধু। এক মাস আগে তারা তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে রওনা করে মক্কার উদ্দেশ্যে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়- গফুরভ দিলোভার, নাজারভ সাইদালি এবং তালাবভ শোকির নামে ৩ বন্ধু সৌদিতে হজ করার জন্য বাই-সাইকেলে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছে।

তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে রওনা হয়ে বর্তমানে তারা সংযুক্ত আরব আমিরাতের ডুবাই সিটিতে অবস্থান করছেন। এ পথটুকু আসতে তাদের সময় লেগেছে ৩০ দিন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, তাজিকিস্তানের সরকার ৪০ বছরের নিচে যাদের বয়স তাদের হজে যাওয়া সীমিত করে দিয়েছে। মূলত বয়স্ক লোকদের সুযোগ করে দিতে তাজিকিস্তানের এ উদ্যোগ। আর এ তিন বন্ধুর বয়স ৪০ এর নিচে। তারা জানায়, রমজানের পরপরই রাজধানী দুশানবে থেকে রওনা করে। তবে এখনও সৌদির ভিসা মেলেনি তাদের।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন