Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ছেড়া জুতার দাম ১ লাখ ৮০ হাজার টাকা!

গে‌জেট ডেস্ক

স্লিকার্সগুলো দীর্ঘদিন ব্যবহার করে র‌্যাকে ফেলা রাখা নয়। এগুলো আবর্জনা হিসেবে ভাগাড়ে ফেলা দেয়াও নয়, কিন্তু এগুলো দেখলে তা-ই মনে হয়।

ভোক্তাদের জন্য অদ্ভুত এ স্লিকার্স বাজারে এনেছে ফরাসি ফ্যাশন হাউস ব্যালেন্সিয়াগা। শ্রীহীন, ছেঁড়া-ফাটা জুতাগুলোর নাম দেয়া হয়েছে ‘পুরো বিধ্বস্ত’।

এবার দামের বিষয়ে আসা যাক। মোটামুটি ছেঁড়া স্নিকার্সগুলোর দাম ৬২৫ ডলার।

বাংলাদেশি মুদ্রায় এটি দাঁড়াচ্ছে ৬২ হাজার ৫০০ টাকা। এই স্নিকার্সগুলোর অবস্থা একটু ভালো। ছেঁড়া-ফাটা কম।

এর চেয়ে খারাপ অবস্থা যেগুলোর, সেই ‘পুরো বিধ্বস্ত’ স্নিকার্সগুলোর দাম আরও বেশি। ১ হাজার ৮৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

স্নিকার্সগুলোর ১০০ জোড়া বানানো হয়েছে। অনেকে এগুলোর সমালোচনা করছেন; সিটকাচ্ছেন নাক।

তারা বলছেন, এত টাকা দিয়ে ছেঁড়া-ফাটা স্নিকার্স কেনার দরকার কী। বিপরীতে অনেকে স্নিকার্সগুলো কিনছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন