Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাস্কের দৈর্ঘ্য ২৭ ফুট!

গেজেট ডেস্ক

করোনা প্রতিরোধে মাস্ক পরার বিকল্প নেই। তবে অনেকেই মাস্ক পরতে চান না। নানা বাহানায় মাস্ক পরেন না তাঁরা। তাঁদের এমন অনীহা দূর করতে সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে বৃহদাকারের একটি মাস্ক বানিয়েছে তাইওয়ানের একটি প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সার্জিক্যাল মাস্কের রেকর্ড গড়েছে এটি।

মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) বড় আকারের এই মাস্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মাস্কটি বানিয়েছে তাইওয়ানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান মটেক্স হেলথকেয়ার করপোরেশন। প্রতিষ্ঠানটির বানানো বিশাল ওই মাস্ক দৈর্ঘ্য ২৭ ফুট ৩ ইঞ্চি, প্রস্থে ১৫ ফুট ৯ ইঞ্চি।

প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ সার্জিক্যাল মাস্কের তুলনায় মটেক্স হেলথকেয়ারের বানানো ওই মাস্ক প্রায় ৫০ গুণ বড়। গত শুক্রবার তাইওয়ানের চানঘুয়া কাউন্টিতে প্রতিষ্ঠানটির মটেক্স মাস্ক ক্রিয়েটিভ হাউস নামের কারখানায় প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।

বিশাল আকারের এই মাস্কের প্রদর্শনী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করে মটেক্স হেলথকেয়ার। এ আয়োজনে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা। যাচাইয়ের পর তাঁরা জানান, এটা সাধারণ মাস্কের তুলনায় প্রায় ৫০ গুণ বড় ও বিশ্বের সবচেয়ে বড় সার্জিক্যাল মাস্ক।

করোনা মহামারির শুরুর দিকে এই মাস্ক বানানোর পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় ওই সময় এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অবশেষে ২০২২ সালের মার্চে এসে পরিকল্পনাটি আলোর মুখ দেখেছে। করোনা মহামারিতে যাঁদের মাস্ক পরতে ভীষণ অনীহা, তাঁদের সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন