Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কাবা শরিফের ছবি এঁকে রেকর্ড

গেজেট ডেস্ক

মুসলিমদের হৃদয়ের স্পন্দন সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফের ক্ষুদ্রতম ছবি এঁকে রেকর্ড গড়েছেন ভারত শাসিত কাশ্মীরের এক যুবক।

গাছের পাতায় ও আংটির ওপর কাবা শরিফের ক্ষুদ্রতম ছবি এঁকেছেন মুদাসির রহমান দার নামের এক কাশ্মীরি যুবক। ২৬ বছর বয়সী মুদাসির কাশ্মীমের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা।

গাছের পাতা ও আংটির ওপর পবিত্র কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন মুদাসির রহামান দার। একই সঙ্গে কাশ্মীরের প্রথম শিল্পী হিসেবে তিনি এই দুই রেকর্ড গড়লেন। খবর কাশ্মীর মিডিয়া সার্ভিসের।

ছোটবেলা থেকে শিল্পী হওয়ার ব্যাপারে প্রচলিত শিক্ষার সুযোগ পাননি মুসাদির। কিন্তু আঁকার প্রতি নিজের ভালোবাসা এবং আগ্রহ ছিল ছোট থেকেই। সেই আগ্রহ থেকে তৈরি করে নিয়েছেন নিজস্ব আঁকার ধরন।

ভারতের এক সংবাদমাধ্যমকে মুসাদির বলেন, ‘আমার আঁকার নিজস্ব ধরন রয়েছে। আমি আশপাশে যা খুঁজে পাই তা একেবারেই প্রাকৃতিক।’

ছবি আঁকার পর অনলাইনের বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে নিজের শিল্পকলা সবার সামনে তুলে ধরতে পেরেছেন বলে জানিয়েছেন মুদাসির। তবে সমাজের বিভিন্ন সমস্যা নিজের আঁকায় তুলে ধরাই তার লক্ষ্য।

মাদকাসক্তি ও শিশুশ্রমের মতো বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান কাশ্মীরের এই যুবক।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন