Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাছের আঘাতে জেলের মৃত্যু

গেজেট ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে কাতলা মাছের আঘাতে আব্দুল হক (৫০) নামের এক জেলে মৃত্যু হয়েছে। সোমবার (২৭ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছয়ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছয়ত্রিশ গ্রামের নুর উদ্দিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই আব্দুল আহাদ।

জানা যায়, সোমবার সকালে আব্দুল হক প্রতিদিনের মতো জাল নিয়ে কুশিয়ারা নদীর বাগিরঘাটে মাছ ধরতে যান। এ সময় জালে একটি কাতলা মাছ আটকা পড়ে। মাছটি তুলতে গেলে মাছের আঘাত তার বুকে লাগে। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, বিকেলের দিকে এমন একটি খবর পেয়েছিলাম। তবে বিষয়টি আমাদের কেউ জানায়নি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন