Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হাতির শুঁড় দিয়ে আঁকা ছবি ৪ লাখ টাকায় বিক্রি(ভিডিও)

আন্তর্জা‌তিক ডেস্ক

হাতিদের কাণ্ডকারখানার ভিডিও প্রায়ই নেটমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। কখনও শিশু হাতির স্নানের দৃশ্য, কখনও কাদায় গড়াগড়ি খাওয়া কিংবা কখনও বলিউডের গানে নাচ।

এবারও ভাইরাল সে রকমই একটি ভিডিও। শুঁড়ের সাহায্যে রংতুলি দিয়ে ক্যানভাসে নিজেরই প্রতিকৃতি আঁকছে গজরাজ। পাশেই দাঁড়িয়ে আছেন প্রশিক্ষক। তিনিই তুলিতে রং মাখিয়ে দিচ্ছেন। আর হাতিটি শুঁড়ের সাহায্যে ওই তুলিটি শক্ত করে ধরে ক্যানভাসের উপর বুলিয়ে যাচ্ছে। নেটমাধ্যমে এই দৃশ্য তাক লাগিয়ে দিয়েছে । মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।

টুইটার থেকে জানা গিয়েছে, হাতিটির বয়স ৯ বছর। নং থানওয়া নামেই সে পরিচিত। থাইল্যান্ডের মেইট্যাঙ হাতি সংরক্ষণশালার রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সংগ্রহ চলছে অনলাইনে। একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সেখানেই দেখানো হয় ওই ছবি। তবে শুধু ছবি আঁকাতেই শেষ নয়। প্রায় ৪ লাখ ১১ হাজার টাকায় বিক্রিও হয়েছে নং ও তার বন্ধু ‘ডাম্বো’র ওই সিল্যুয়েট ছবিটি।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন