Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, প্রস্তুতিও আছে : প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

এবার বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে এমন আশঙ্কা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ আজ রোববার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সভায় ভিডিওকলে তিনি এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বন্যা কবলিত এলাকায় স্থানীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আর করোনাভাইরাসের কারণে বন্যাদুর্গত এলাকায় কেন্দ্রীয় নেতাদের না যাওয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘৮৮ সালের বন্যাও দুই সপ্তাহ ছিল। আর ৯৮ সালের বন্যা দীর্ঘ প্রায় ৬৯ দিন ছিল। বন্যাটা ওই সময় এত বেশি দিন ছিল যে অনেকে বলেছিল কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আল্লাহর রহমতে এমন ব্যবস্থা নিয়েছিলাম যার কারণে কোনো মানুষ মারা যায়নি। এবারে আমাদের সে প্রস্তুতিটা রাখতে হবে। এবারে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তার পরও আমাদের সেভাবে তৈরি থাকতে হবে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন