বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

গেজেট ডেস্ক

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশন এলাকায় কুড়িগ্রামগামী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেল খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশন স্টপেজ শেষে সেতুর ওপরে ওঠার আগে ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হননি।’ তবে বর্তমানে যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন